Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ফুলকোচা

একনজরে

কালের স্বাক্ষী বহন কারী ব্রক্ষপুত্র নদের তীরে গড়ে ওঠা জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ফুলকোচা ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ফুলকোচা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বক্রিয়তা আজও সমুজ্জ্বল। উক্ত পরিষদটি অত্র ইউনিয়নের বহুল আলোচিত হাজরাবাড়ী বাজার সংলগ্ন কোনামালঞ্চা মৌজায় অবস্থিত। যাহার উত্তরে ৬ নং আদ্রা ইউনিয়ন, পূর্বে  চরবানী পাকুরিয়া ইউনিয়ন, দক্ষিনে ঘোষেরপাড়া ইউনিয়ন, ও পশ্চিমে মাদারগঞ্জ উপজেলা । অত্র ইউনিয়নের আপামর জনগণের উন্নয়নের প্রাণ কেন্দ্র এই ফুলকোচা ইউনিয়ন পরিষদ।

 

ক) নাম– ৮নং ফুলকোচা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– ১৪.৭০(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা– ২৩৩৬৬ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা– ১১টি।

ঙ) মৌজার সংখ্যা–   ৪ টি।

চ) হাট/বাজার সংখ্যা- ০৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগা যোগমাধ্যম– সিএনজি/রিক্সা/অটোরিকশা/ মোটর সাইকেল/বাই সাইকেল।

জ) শিক্ষার হার– ৬৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

       কলেজঃ ০২ টি

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯ টি,  

    উচ্চ বিদ্যালয়ঃ ০১ টি,

    দাখিল মাদ্রাসা-০১ টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– জনাব মোঃ মামুনুর রশিদ

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- অত্র ৮ নং ফুলকোচা ইউনিয়নে ছোট ছোট ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া তুলনা মূলক অতীব গুরুত্বপূর্ন

 কোন  ধর্মীয় স্থান নাই ।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– অত্র ইউনিয়নের ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বে  প্রাচীন কাল থেকে অবস্থিত ঐতিহ্যবাহী ডাংগার বিল টি একটি পর্যটনস্থান হিসাবে গড়ে উঠেছে, উক্ত বিলের চারিপার্ম্বে সারিসারি বৃক্ষাদি বিরজমান ।শীত কালে অনেক লোকজন উক্ত সুসজ্জিত স্থানটি পরিদর্শনে আসেন। উল্লেখিত বিলে বারমাস অধিক উৎপাদনশীল মৎস চাষ করা হয় । 

ঠ) ইউপি ভবন স্থাপনকাল নতুনভাবে সংস্করণ ২০২০ ইং ।

 

 

ড) নবগঠিত পরিষদের বিবরণ–

                                    ১)চেয়ারম্যান সাহেবের  শপথ গ্রহণের তারিখ– ০১-১২-২০২২ ইং ।

                                   ২) সদস্যবৃন্দদের শপথ গ্রহনের তারিখঃ ০৭-১২-২০২২ ইং।

                                    ৪) প্রথম সভার তারিখ– ০৮-১২-২০২২ ইং ।

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ– ০৮-১২-২০২৭ ইং ।

ঢ) গ্রাম সমূহের নাম–

            ১)     কোনামালঞ্চ        ২)    রাজাপুর         ৩)    ফুলকোচা            

            ৪) কমলাবাড়ী      ৫) দেবেরছড়া   ৬) পশ্চিম ফুলকোচা                        

            ৭ )উত্তর রেখির পাড়া  ৮)    দক্ষিণ রেখির পাড়া  ৯) পূর্ব তেলীপাড়া                              

            ১০) পশ্চিম তেলীপাড়া ১১) পাহাড়ী পটল

ণ) ইউনিয়ন পরিষদ জনবল–

               ১) নির্বাচিত পরিষদ চেয়ারম্যান -০১ জন।

                ২)নির্বাচিত পরিষদ সদস্য– ১২ জন।

              ৩) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

              ৪) ইউনিয়ন গ্রামপুলিশ– ১০ জন।

             ০৫) ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা- ০২ জন।

           ০৬) ইউনিয়ন অফিস সহকারী- ০১ জন